শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

চরমপন্থি মারজান হত্যার ক্লু খুঁজছে পুলিশ

আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার মুজগুন্নি বাস স্টপেজ (যাত্রী ছাউনি) এলাকায় চিহ্নিত সন্ত্রাসী জুলকার নাঈম মুন্না ওরফে মারজান (৩৮)-কে কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নিহত মুন্না ওরফে মারজান নিষিদ্ধ চরমপন্থি দলের সদস্য ও ইউপি চেয়ারম্যান গাজী আ. হালিম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। একই সঙ্গে সে দৌলতপুরে ব্যবসায়ী হোজি শহিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার বাম কানের পাশে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। মুন্না ওরফে মারজান দীঘলিয়া উপজেলার সুগন্ধী গ্রামের সোহরাব মোল্লার ছেলে ও সেনহাটি বাজার কমিটির সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নগরীর মুজগুন্নি এলাকায় আত্মগোপনে ছিলেন। খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আন্ডারওয়ার্ল্ড জগতে আধিপত্য নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষ গ্রুপের হামলায় এ ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বিগত দিনে নানা অপকর্মের পাল্টা হিসেবে হত্যার ঘটনা ঘটতে পারে। পেশাদার শুটার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বোন হুমায়রা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যাগে দুটি ট্রাউজার, শার্টের পিস, চশমা ও একটি মোবাইল উদ্ধার করে। ঘটনাস্থলের কাছাকাছি থাকা মহিলা ভিক্ষুককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তিনি পুলিশকে জানিয়েছেন, পায়ে হেঁটে ওই ব্যক্তি (মুন্না) বাস স্টপেজের দিকে আসেন। তিনি ভিক্ষা চাইলে পকেট থেকে ১০ টাকা বের করে দেন। তখনই তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করা হয়। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন ও মোটরসাইকেলে আসা ওই দুই যুবক (২৫-৩০ বছর বয়স) মোটরসাইকেল চালিয়ে দৌলতপুরের দিকে চলে যায়। এদিকে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। খালিশপুর থানার পুলিশ জানান, পূর্ব শত্রুতার বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। হত্যাকান্ডের পর পুলিশ, সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করছেন।

নিহতের মামা রিয়াজ বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দি?কে বা?ড়িতে ফেরার পথে তাকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চি?কিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর