শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

বর্ণিল আয়োজনে সারা দেশে রথযাত্রা উদ্‌যাপন

প্রতিদিন ডেস্ক

বর্ণিল আয়োজনে সারা দেশে রথযাত্রা উদ্‌যাপন

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে গতকাল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা -বাংলাদেশ প্রতিদিন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্‌যাপন  করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হরিনাম সংকীর্ত্তন শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি অনুষ্ঠান ঘিরে বারোয়ারী মেলা বসেছে। এর মধ্যে ঢাকার ধামরাই ও বাগেরহাটে মাসব্যাপী মেলা শুরু হয়েছে। আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য- হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ঢাকার স্বামীবাগ ইসকন মন্দিরে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়েছে। এতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বামীবাগ মন্দির পরিদর্শন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। বিকাল ৩টার দিকে অগণিত ভক্ত স্বামীবাগ ইসকন মন্দির থেকে জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে বহনকারী রথ টেনে ঢাকেশ্বরী মন্দিরের দিকে রওনা দেন। এ সময় ভক্তরা নেচে-গেয়ে কীর্তন করতে থাকেন। রথযাত্রা উপলক্ষে ঢাকায় ইসকন নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

চট্টগ্রাম : নগরীর প্রবর্তক মোড়ে চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন ও ইসকন  চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী।

ধামরাই (ঢাকা) : বিকালে দেশের সর্ববৃহৎ ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রথ পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি, অ্যারোমা দত্ত এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী, রাশিয়ার নাগরিক মিসেস বোলগারা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক ভাস্কর দেবনাথ বাপ্পী, উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাইর পৌর মেয়র গোলাম কবির, উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি প্রমুখ।

রংপুর : বিকালে নগরীর তাজহাট রাধাগোপীনাথ জিউ মন্দিরের (ইসকন) আয়োজনে পালপাড়া মন্দির থেকে রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

বগুড়া : রথযাত্রা উপলক্ষে সকাল থেকে সেউজগাড়ি ইসকন মন্দিরে যজ্ঞের মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভা, ভক্তবৃন্দের প্রসাদ বিতরণ এবং রথযাত্রার সার্বিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

গাইবান্ধা : শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শহরের কলেজ রোডের তিনগাছ তলা এলাকায় অবস্থিত ইস্কন প্রচার কেন্দ্রে মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অলিউর রহমান। পরে তিনি রথ যাত্রার উদ্বোধন করেন। এ সময় গাইবান্ধা পৌর শহরের ইসকন প্রচার কেন্দ্রে থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিএইড রোডে কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

গাজীপুর : গাজীপুরে শ্রীশ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথমেলার উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান, গাজীপুর রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মুকুল কুমার মল্লিক প্রমুখ। মেলায় শিশুদের খেলনাসহ বাহারি সব জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। এ ছাড়া মনোরঞ্জনের জন্য মেলায় এসেছে নাগরদোলা ও সার্কাস।

লক্ষ্মীপুর : রথযাত্রা উপলক্ষে শহরের ইসকন মন্দিরে বিশ্ব শান্তি কামনায় যজ্ঞসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। বিকালে মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা পূজা উদ্‌যাপন  পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ। এর আগে লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ঢাকার রাধারমন মন্দিরের অধ্যক্ষ শুভ নিতাই দাস ব্রহ্মচারী, লক্ষ্মীপুর ইসকন মন্দিরের প্রধান উপদেষ্টা প্রদ্যুম্ন কেশব দাস, বাংলাদেশ ইসকনের প্রধান পুরোহিত মাধব মুরারী দাস ব্রহ্মচারী।

বাগেরহাট : বিকালে লাউপালায় গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। রথযাত্রা উপলক্ষে লাউপালায় বসেছে মাসব্যাপী লোকজ মেলা। এতে পুতুল নাচ ও সার্কাসসহ দেশীয় ঐতিহ্যবাহী চারু-কারু ও মৃৎশিল্পের বাহারি পসরা নিয়ে বসেছেন দোকানিরা।

নাটোর : বিকালে শহরের রানী ভবানী রাজবাড়ির শ্যামসুন্দর মন্দির থেকে রথের যাত্রা শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।  অপরদিকে শহরের বড়গাছা পালপাড়া মন্দির কমিটির আয়োজনে আরেকটি রথ বের করা হয়। এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর