শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভিডিপি ও টিডিপি দলনেতা নেত্রীদের বেতন জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও শহর প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি/টিডিপি) দলনেতা-দলনেত্রী পরিষদের সাধারণ সভায় বক্তারা বলেছেন, বর্তমানে আড়াই হাজার টাকা সম্মানি ভাতা দিয়ে একটি পরিবার কোনোভাবেই চলতে পারে না। অথচ ভিডিপি/টিডিপি দলনেতা-দলনেত্রীরা করোনা টিকাদান কার্যক্রম, নির্বাচনী ডিউটি, নিরক্ষরতা দূরীকরণ, বাল্যবিয়ে রোধ, বনায়নসহ সরকারের অনেক উন্নয়ন কর্মকান্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের বেতন জাতীয় স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানান তাঁরা। গতকাল রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় এ দাবি জানানো হয়। সভায় মো. মাহবুবুল হককে সভাপতি ও মো. তাওলাদ হোসেনকে সাধারণ সম্পাদক  করে ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। বক্তব্য দেন মো. মানিক মৃধা, রফিকুল আলম, মো. মানিক মিয়া, মো. কামাল হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর