শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

সরকার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে : ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

সরকার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে : ড. মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যাকে ইচ্ছে তাকে ছাড় দিচ্ছে আর জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে বক্তৃতা করছিলেন। খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা এবং ভয়াবহ বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। খন্দকার মোশাররফ বলেন, প্রতিবেশী রাষ্ট্রের উজান থেকে নেমে আসা পানিতে দেশের একটি বৃহৎ অংশ ভেসে গেলেও সরকার জোরালো দাবি উত্থাপন করে কথা বলার সক্ষমতা দেখাতে পারে না। কারণ তাদের পররাষ্ট্রনীতি নতজানু, যার জন্য রোহিঙ্গাদেরও ফেরত পাঠাতে পারে না।

তিনি বলেন, অনৈতিক সরকার অনৈতিক সিদ্ধান্তের বাইরে যেতে পারে না যার বড় প্রমাণ পাচার করা অর্থ বেশি ফিরে আনার সুযোগ দেওয়া। তাই এদের কাছ থেকে কিছু আশা করতে পারি না। আগামী দিনে আমাদের একমাত্র চ্যালেঞ্জ এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ। সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর