শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

আন্দোলন চালিয়ে যাবেন মৎস্যের সেই কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী চাকরি রক্ষার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৩৭ দিন ধরে মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর পরও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আশ্বাস না পাওয়ায় ৩০ জুন তাদের প্রকল্পের শেষ দিনটিকে কালো দিবস ঘোষণা করেছেন আন্দোলনরতরা। তারা বলেন, ঈদের বোনাস না থাকায় রাস্তাতেই তাদের ঈদ কাটবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ সুমন হোসেন। বক্তারা বলেন, ৫১২ কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যদের চোখের জলের মধ্য দিয়ে ৩০ জুন শেষ হলো কর্মজীবন।

সাত বছর অধিদফতরের যুগান্তকারী অগ্রগতি ও উন্নয়ন যাদের হাতে হয়েছে তারাই আজ নিঃস্ব হয়ে চোখের জলে বিদায় নেবেন- এটা মেনে নেওয়া যায় না। নিয়োগ নথিপত্রের ভিত্তিতে কর্তৃপক্ষ অনেক আগেই এই দক্ষ জনবলকে রাজস্ব খাতে নিতে পারত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর