রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

কালোবাজারি রোধে কঠোর মনিটরিং

রেল প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

কালোবাজারি রোধে কঠোর মনিটরিং

প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদে অতিরিক্ত বগি, স্পেশাল ট্রেন, যাত্রীসেবায় কঠোর মনিটরিং এবং টিকিট কালোবাজারি রোধে মাঠে থাকবে রেলওয়ে প্রশাসন। এ সময় কমলাপুর, এয়ারপোর্ট এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ট্রেনে যাত্রীসেবায় যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং ট্রেন ভ্রমণের সময় বিভিন্ন স্থানে পাথর ছোড়ার বিষয়ে সতর্ক থাকা, টিকিট কালোবাজারি রোধে সতর্ক থাকাসহ বিভিন্ন সেবায় মাঠে থাকবেন রেলওয়ে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যাত্রীসেবায় অসহযোগিতাকারী দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী এবং টিকিট কালোবাজারিদের সঙ্গে জড়িতদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে ও তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) সরদার শাহাদাত আলী। তিনি বলেন, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া আছে। যাত্রীসেবা নিশ্চিত করা, টিকিট কালোবাজারি প্রতিরোধসহ নানা বিষয়ে ২৪ ঘণ্টাই নজরদারি থাকবে। ঈদে ঘরমুখো মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অভিযোগ আছে, টিকিট কালোবাজারি চক্রের সঙ্গে খোদ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য, ঢাকা-চট্টগ্রামসহ রেলের অনলাইন সার্ভার সহজের (সাবেক সিএনএস) চিহ্নিত কর্মচারী এবং রেলওয়ের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে। তারাই কৌশলে টিকিট সংগ্রহ করে কালোবাজারিদের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের আরএনবির সিপাহি রহিম, শাকিল খান, সামসুজ্জামান, আসাদুজ্জামান, একজন হাবিলদারসহ আরও অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে। এদের মধ্যে অনেকেই বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম রেল স্টেশনে কর্মরত রয়েছেন। ইতিমধ্যেই কালোবাজারিসহ নানা অনিয়মের কারণে আরএনবির প্রধান জহিরুল ইসলামের নির্দেশে কিছু আরএনবির সদস্যকে বদলি করা হলেও চক্রটি কৌশলে স্টেশনে অনিয়ম-কালোবাজারি করেই চলেছে। গত ১ এপ্রিল চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটকের পর তারা জানায়, খোদ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরাই তাদের সঙ্গে জড়িত। কালোবাজারি ঠেকাতে এবং যাত্রীসেবা নিশ্চিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ জহুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশন পরির্দশন করেছেন।  এর আগে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম রেল স্টেশনে দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ঈদে প্রত্যেক ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর