রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে জুনু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠেছে। গৃহবধূর লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোনারগাঁর সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। গৃহবধূ  জুনু আক্তার উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে ও একই উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামের কবির হোসেনের স্ত্রী।

গৃহবধূর পরিবার জানায়, প্রায় চার বছর আগে জুনু আক্তারের সঙ্গে কবির হোসেনের বিয়ে হয়। এ দম্পতির দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী কবির হোসেন বিভিন্ন সময় জুনু আক্তারকে বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য মারধর করতেন। এ নিয়ে শুক্রবার রাতে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুনুর স্বামী কবির হোসেন, শ্বশুর দাইয়ান ও শাশুড়ি তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ সময় মৃত্যুবরণ করলে বাড়ির সবাই রাতের আঁধারে পালিয়ে যান। যাওয়ার আগে তারা জুনু আত্মহত্যা করেছেন বলে আশপাশের লোকজনের কাছে প্রচার করেন। গৃহবধূর বড় ভাই সোলায়মান মিয়া জানান, শনিবার ভোরে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তার বোন জুনুর মৃত্যুর সংবাদ দেওয়া হয়। তার দাবি, যৌতুকের জন্য বোনের শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে মারধর করতেন। তিনি বোনের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সোলায়মান মিয়া বলেন, আমার বোনের শরীরে, গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এতেই প্রমাণ হয় তাকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। সোনারগাঁ তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর