রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

আখাউড়া বন্দর দিয়ে প্রথম ভারত থেকে ভুট্টা আমদানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বারের মতো ভারত থেকে ১৯ মে.টন ভুট্টা আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে একটি ভারতীয় ট্রাক ভুট্টা নিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দওে পৌঁছে। টন প্রতি ভুট্টা ৩০২ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয়েছে। বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রাফান এন্টারপ্রাইজ ভুট্টা আমদানি করছে। ত্রিপুরার আগরতলার পরিমল দাস ভুট্টার রপ্তানিকারক। ভুট্টা আমদানিকারকের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট আখাউড়া স্থলবন্দরের হাসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  হাসিবুল হাসান বলেন, ১৯৯৪ সালে আখাউড়া বন্দর চালু হওয়ার দীর্ঘ ২৮বছর পর এই প্রথমবারের মতো ভারত থেকে ভুট্টা আমদানি করা হয়েছে। ভুট্টা আমদানিকারক প্রতিষ্ঠান হবিগঞ্জের চুনারুঘাটের রাফান এন্টারপ্রাইজ। পরীক্ষামূলকভাবে ১৯ মে. টন ভুট্টা আমদানি করেছেন। প্রতি মে. টনের মূল্য ৩০২ মার্কিন ডলার।

 আখাউড়া স্থলবন্দর সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে ১৯ মেট্রিক টন ভুট্টা ভর্তি ভারতীয় ট্রাক আখাউড়া বন্দরে প্রবেশ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর