মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফের বেপরোয়া কালোবাজারিরা

র‌্যাবের জালে রেলের স্টাফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফের বেপরোয়া কালোবাজারিরা

কোরবানির ঈদ এবং রমজানের ঈদে প্রতিবছরই ট্রেনের যাত্রীদের টিকিটের চাহিদা বেশি থাকে। সে কারণে রেলওয়ে প্রশাসন নানা উদ্যোগও নিয়ে থাকে যাত্রীদের সুবিধার জন্য। কিন্তু সেই সুবিধাকে পুঁজি করে ট্রেনের টিকিট কালোবাজারিরাও সক্রিয় হয়ে ওঠে। নানা কৌশলে রেল প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকেন। ঠিক তেমনি এবারও থেমে থাকেনি ট্রেনের টিকিট কালোবাজারিরা। বাইরের লোকের পাশাপাশি রেলের কর্মচারীরাও জড়িত হয়ে পড়েছেন টিকিট কালোবাজারির সঙ্গে। এবার কৌশলে র‌্যাবের জালে আটকে গেল  ‘খোদ’ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন হাবিলদার ও একজন সিপাহি। গতকাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। তিনি বলেন, এর আগে রবিবার রাতে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় বেশি দামে টিকিট বিক্রি করার সময় কৌশলে ধরা পড়ে যান নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্য হাবিলদার রবিউল ইসলাম ও সিপাহি ইমরান হোসেন। তারা ৩৪৮ টাকার টিকিট ১ হাজার টাকায় বিক্রি করতে গিয়ে আটক হন। ঢাকাগামী ট্রেনের ৯টি টিকিটসহ চট্টগ্রাম স্টেশন এলাকা থেকে আটক করা হয়। তিনি বলেন, ঈদযাত্রাকে সামনে রেখে টিকিট কালোবাজারি করছিল এ দুই সদস্য। নজরদারির পর টিকিট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। জানা গেছে, টিকিট কালোবাজারিরা কৌশলে এসব কাজ করে থাকেন। চট্টগ্রাম রেলস্টেশনের কয়েকজন বুকিং সহকারীর সহযোগিতায় কাউন্টার থেকে প্রতিদিনই নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশের সদস্যরা ঊর্ধ্বতন অফিসারদের প্রয়োজনের অজুহাত তুলে। তাছাড়া অন্য নামেও টিকিট সংগ্রহ করেন নানা অভিযোগে সিজিপিওয়াইতে সদ্য বদলিকৃত সিপাহি রহিমসহ আরও অনেকে।

এসব টিকিট সংগ্রহ করে আটককৃত রবিউল, ইমরানসহ আরও অনেকের মাধ্যমে বিক্রি করেন বেশি দামে। এসব টিকিট বিক্রি করে বুকিং সহকারীদের কাছেও একটা ভাগ চলে যায়। সিপাহি রহিমকে আটক করলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এখানে মেইলের কাউন্টার থেকে শুরু করে কয়েকটি কাউন্টারে বেশি দামেও টিকিট বিক্রি করেন যাত্রীদের কাছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর