মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

১৬ জনের বিরুদ্ধে মামলা যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীতে পায়ুপথে টর্চ লাইট

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ জানান, রবিবার মধ্য রাতে ভুক্তভোগী শেখ নাছির উদ্দিন মাইজভাণ্ডারির (৭২) ছেলে ইউপি সদস্য মো. রিপন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আবুল হোসেন সানাজকে রাতেই গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে চর ওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হোসেন সানাজ (৪৫) ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য তানভীর হোসেনসহ (৪০) আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের শেখ নাছির উদ্দিন মাইজভান্ডারি কিছু দিন আগে এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে গেলে আসামিরা তার কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে তারা মসজিদের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় শেখ নাছির উদ্দিন আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।

মামলাটি চরজব্বার থানা পুলিশ তদন্ত করছে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা শেখ নাছির উদ্দিনকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানারহাট থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় থানারহাট-সোনাপুর সড়কের মহিলা মাদরাসার পাশে আবুল হোসেন সানাজের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে পথরোধ করে মুখে গামছা পেঁচিয়ে তাকে মাটিতে ফেলে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। একপর্যায়ে তার পায়ুপথ দিয়ে টর্চলাইট ঢুকিয়ে দেওয়া হয়। এ সময় বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা তাকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন তার ছেলেকে খবর দেন। শনিবার সকালে তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর