মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খুলনায় কলেজছাত্র হত্যায় মূল আসামি গ্রেফতার হয়নি

বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা দৌলতপুর পাবলায় কলেজছাত্র তাহমিদুন্নবী হত্যাকান্ডের মূল আসামি পলাশকে আটক করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় পলাশের সহযোগী পিয়াল পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এদিকে হত্যাকান্ডে  জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জানা যায়, ৩০ জুন দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রায়ের মহল ডিগ্রি কলেজের ছাত্র সৈয়দ তাহমিদুন্নবী তাহসিনকে হত্যা করা হয়। স্থানীয় কাঠমিস্ত্রি পলাশের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, হত্যাকান্ডে র পরপর কাঠমিস্ত্রি পলাশ সপরিবারে পালিয়ে গেছে। এলাকাবাসী পলাশের সহযোগী পিয়ালকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যায় জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এদিকে গতকাল দৌলতপুরের খুলনা-যশোর মহাসড়ক সংলগ্ন নতুনরাস্তা কবরস্থান জামে মসজিদ এলাকায় মানববন্ধন করেন পাবলা সাহাপাড়ার বাসিন্দারা।

তারা হত্যাকান্ডে  জড়িত খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাবলা এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন কেসিসির সংরক্ষিত কাউন্সিলর মোসা. সাহিদা বেগম। অবিলম্বে খুনিরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর