বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

জামিনে বের হয়ে ফের এলএসডি ব্যবসায়

এবার ১৩৮ পিসসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গ্রেফতারের চার মাসের মাথায় জামিনে বের হয়ে ফের ভয়ংকর মাদক এলএসডি ব্যবসায় জড়িয়ে পড়েন বেসরকারি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র নাজমুল ইসলাম বিশ্বাস (২৬)। তবে এবার আবারও ১৩৮ পিস এলএসডিসহ গ্রেফতার হয়েছেন নাজমুল। রাজধানীর ভাটারা এলাকা থেকে গত মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণের একটি দল তাকে গ্রেফতার করে। গতকাল দুপুরে ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয় আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. জাফরুল্লাহ কাজল। জাফরুল্লাহ বলেন, নাজমুল ইন্টারনেট কারেন্সি বিটকয়েন দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে দেশে এলএসডি নিয়ে এসেছিল। তার উদ্দেশ্য ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এলএসডি বিক্রি করা। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুদের মাধ্যমে প্রথমবারের মতো ভয়ংকর মাদক এলএসডির সংস্পর্শে আসে নাজমুল। পরে ধীরে ধীরে এই মাদকে আসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে বিদেশ থেকে নিজেই দেশে এলএসডি নিয়ে আসতে শুরু করে। ডিএনসির এই কর্মকর্তা বলেন, প্রথমে ক্রেতা সেজে ২৫ পিস রঙিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ এলএসডিসহ নাজমুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার ফ্ল্যাটে তল্লাশি করে কাঠের টেবিলের ড্রয়ার থেকে আরও ৭১ পিস রঙিন প্রিন্টেড ব্লট পেপার এলএসডি এবং ৪২ পিস হোয়াইট ব্লট পেপার স্ট্রিপ এলএসডি জব্দ করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি ল্যাপটপ এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। নাজমুলের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানার নগরবাড়ীতে।

সর্বশেষ সে যুক্তরাষ্ট্র থেকে ১৪০ পিস এলএসডি দেশে নিয়ে আসে। যার মধ্যে ১৩৮ পিসসহ তাকে গ্রেফতার করা হলো।

বিদেশে কার কাছ থেকে নাজমুল এলএসডি দেশে নিয়ে আসত এমন প্রশ্নের জবাবে ডিএনসির এই কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে নাজমুল এলএসডি দেশে নিয়ে আসত না। সে বিভিন্ন বিদেশি অনলাইন সাইট ব্যবহার করে এলএসডির অর্ডার দিত। পরে সে আন্তর্জাতিক বিভিন্ন কুরিয়ার ব্যবহার করে দেশে এ মাদক নিয়ে আসত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর