শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ ও পাচার রোধ করতে হবে : আশরাফুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, চামড়া শিল্প আজ ধ্বংসের পথে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে এবং পাচার রোধ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য ও পাচার রোধের দাবি এবং জাতীয় পাঠ্যপুস্তকের সিলেবাসের মূল বই থেকে ইসলামী বিষয়াদি বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। এ কে এম আশরাফুল হক আরও বলেন, অবিলম্বে কারাগারে বন্দি আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। আলেম-ওলামাদের কারাগারে রাখা মানে রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করার এক অশুভ খেলা। তিনি বলেন, দেশের প্রাথমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের সিলেবাস থেকে ইসলাম ধর্মবিষয়ক এবং মুসলিম সংস্কৃতির প্রতি উদ্দীপনামূলক রচনাগুলো বাদ দেওয়া দেশবাসী মানবে না। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি মজিবুর রহমান মানববন্ধনে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর