বুধবার, ১৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে কোরবানি বেড়েছে ১ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও করোনা পরিস্থিতিসহ নানান আলোচনার মধ্যেও এবার কোরবানি বেড়েছে চট্টগ্রামে। গতবারের তুলনায়  চট্টগ্রামে কোরবানি বেড়ে হয়েছে ১ লাাখের ওপরে। শুধু চট্টগ্রামে ৮ লাখ ৪০ হাজারের বেশি পশু কোরবানি দেওয়া হয়েছে। অন্যদিকে গত বছর কোরবানি দেওয়া হয়েছিল ৭ লাখ ৪২ হাজারের বেশি পশু। তাছাড়া এবার কোরবানির কয়েকদিন আগেও চট্টগ্রামের সাধারণ মানুষ যেভাবে আতঙ্কে ছিল কোরবানির বিষয়ে, শেষ দিকে বা আগের দিন পর্যন্ত কোরবানির হাটে গরু-ছাগল দেখা গেছে।

চট্টগ্রামের প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার ১ লাখের বেশি পশু কোরবানি দিয়েছেন মানুষ। চট্টগ্রামে মোট ৮ লাখ ২১ হাজার পশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এ ছাড়া চট্টগ্রামের ১৫টি উপজেলা এবং মেট্রো এলাকার তিনটি থানার ৮ হাজার ১৭১ জন খামারির ৭ লাখ ৯১ হাজার ৫০১টি পশু প্রস্তুত ছিল। তবে এবারও দাম কম-বেশি নিয়ে আলোচনা হলেও ক্রয়ক্ষমতার মধ্যেই ছিল কোরবানির পশু।

কামাল উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, সাধারণ মানুষের মধ্যে একটা টেনশন ছিল, এবার গরুর দাম অনেক বেশি হবে। প্রায় ক্রেতা কোরবানির আগের দিন বা দুই দিন আগে পশু ক্রয় করতে গেলেই দাম বেশি রাখেন বিক্রেতারা। পরে পরিস্থিতি বুঝে গরু বিক্রয় করেন বিক্রেতারা। তবে এবার বড় গরুর তুলনায় ছোট বা মাঝারি গরুর দাম বেশি ছিল।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে গবাদি পশু ৫ লাখ ৪৯ হাজার ৩২০, মহিষ ৬০ হাজার ৫১৫, ছাগল ১ লাখ ৭৯ হাজার ১৭, ভেড়া ৫১ হাজার ২১০ ও অন্যান্য ৪১টিসহ মোট ৮ লাখ ৪০ হাজার ১০৩টি পশু কোরবানি দেওয়া হয়েছে। গত বছর কোরবানি দেওয়া হয়েছিল ৭ লাখ ৪২ হাজারের বেশি পশু। সে হিসেবে গত বছরের তুলনায় এবার প্রায় ১ লাখ পশু বেশি কোরবানি হয়েছে। এবার কোরবানিতে পশুর চাহিদার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ ২১ হাজার। চট্টগ্রামের ১৫টি উপজেলা এবং মেট্রো এলাকার তিনটি থানার ৮ হাজার ১৭১ জন খামারি মিলে ৭ লাখ ৯১ হাজার ৫০১টি পশু পালন করেছে। এর মধ্যে মিরসরাই থানায় ৩৫৯, সীতাকুে  ২২০, সন্দ্বীপে ১২২, ফটিকছড়িতে ৩৩৬, রাউজানে ৪৪০, রাঙ্গুনিয়ায় ৪৩৭, হাটহাজারীতে ৫৩৪, বোয়ালখালীতে ৫১২, পটিয়ায় ৯৯৭, চন্দনাইশে ৬৫২, আনোয়ারায় ৮১০, সাতকানিয়ায় ৪৩৭, লোহাগাড়ায় ৭১৫, বাঁশখালীতে ৩২৪, কর্ণফুলীতে ৭৭৫,  কোতোয়ালিতে ১১৭, ডবলমুরিংয়ে ১৩৯, পাঁচলাইশের ২৪৫ জন খামারি মোট ৫ লাখ ৩৫ হাজার ৮০৩টি গরু, ৬৬ হাজার ২৩৭টি মহিষ, ১ লাখ ৮৯ হাজার ৩৬২টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৯টি পশু লালন-পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর