বুধবার, ১৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

১২ ঘণ্টায় পরিচ্ছন্ন নগরী উপহার দিল সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঈদুল আজহার দিন মাত্র ১২ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। ১ হাজার ৯০০ কর্মী লাগিয়ে দ্রুত বর্জ্য অপসারণ করে নগরবাসীর প্রশংসা কুড়িয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও নগর ভবনের পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা-কর্মচারীরা।  নগর ভবনের পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারও কোরবানির পশুর বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল সিসিক। লক্ষ্য অর্জনে নিয়োগ দেওয়া হয় বাড়তি পরিচ্ছন্নতা কর্মী। স্থায়ী ও অস্থায়ী মিলে ঈদের দিন ভোর থেকে পরিচ্ছন্নতা কাজে নামেন ১ হাজার ৯০০ কর্মী। কাজ তদারকির জন্য নিয়োগ দেওয়া হয় ১১টি টিম। ভোর থেকে কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণ। এরপর শুরু হয় কোরবানির পশু অর্থাৎ যেসব স্থানে পশু জবাই হয়েছে সেসব স্থান থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি দিয়ে রক্ত ধুয়া এবং ব্লিচিং পাউডার ছিটানো। নির্ধারিত সময়ের ১২ ঘণ্টার আগেই পরিচ্ছন্নতা কর্মীরা নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দিতে সক্ষম হন।

পরিচ্ছন্নতা শাখার প্রধান কর্মকর্তা হানিফুর রহমান জানান, ‘২৪ ঘণ্টার মধ্যে নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছিল। কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিক চেষ্টায় অর্ধেক সময় অর্থাৎ ১২ ঘণ্টার মধ্যেই নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে পেরেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর