শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ব্লিচিং ঘোষণা দিয়ে গানপাউডার?

সোনামসজিদ স্থলবন্দরে অগ্নিকান্ড ঘিরে প্রশ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ব্লিচিং ঘোষণা দিয়ে গানপাউডার?

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে মালভর্তি পাঁচটি ট্রাকে অগ্নিকান্ডকে ঘিরে প্রশ্ন উঠেছে- আমদানিকারক মিথ্যা ঘোষণা দেননি তো? ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে গান পাউডার আনা হয়েছে? বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে বুধবার বিকালে ও রাতে দুটি ট্রাকে আগুন লাগে। পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষ বলছে ব্লিচিং পাউডার ভর্তি ট্রাকে এই আগুন লাগায় আরও তিনটি ট্রাক পুড়ে গেছে। সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে। অনেকেই বলছেন, ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ নয় তাই রোদের তাপে উত্তপ্ত হয়ে আগুন ধরে যাওয়া প্রায় অসম্ভব। তা ছাড়া রাত ১২টার দিকে অপর একটি ট্রাকে আগুন ধরে যাওয়ার বিষয়টিও সন্দেহজনক, কারণ তখন তো রোদের তাপ ছিল না। এদিকে অভিযোগ উঠেছে, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে জামায়াত-বিএনপির কতিপয় ব্যবসায়ী ব্লিচিং পাউডার বা ক্লে পাউডারের নামে গানপাউডার ভারত থেকে নিয়ে আসছে। এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন অর রশিদ বলেন, ২০২১ সালে সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিএনপি ক্যাডার আবদুল আওয়াল চায়না ক্লে পাউডার ঘোষণা দিয়ে ভারত থেকে গানপাউডার নিয়ে আসেন এবং তা ঢাকার চকবাজারে বিক্রি করার সময় আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েন। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলাও দায়ের করা হয়। এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার কো-অর্ডিনেটর টিপু সুলতান জানান, একটি ভারতীয় ট্রাক ব্লিচিং পাউডার বোঝাই করে বুধবার বেলা ২টায় পানামা পোর্ট লিংকে প্রবেশ করে এবং প্রচ- রোদে ব্লিচিং পাউডার ভর্তি ট্রাকটি উত্তপ্ত হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে রাতে ট্রাকে আগুন লাগার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনেও তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে বিভিন্ন মন্তব্য। ইসমাইল সরদার নামে এক ব্যবসায়ী ফেসবুকে লিখেছেন- ‘যারা প্রতারণার আশ্রয় নিয়ে ২০২১ সালের ৭ অক্টোবরের মতো এবারও সোনামসজিদ বন্দরে ট্রাকভর্তি বিস্ফোরক ঢুকিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক এবং আমাদের এই সোনামসজিদ স্থলবন্দর এবং দেশবাসীকে রক্ষা করা হোক’। অপরদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ বলেন, এই অগ্নিকান্ড দেখে মনে হচ্ছে স্বাধীনতাবিরোধী চক্র ২০১৩-১৪ সালের মতো আবারও হয়তো অগ্নিসন্ত্রাসে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই ব্লিচিং পাউডারের নামে গানপাউডার আমদানির সঙ্গে জামায়াত-বিএনপির কতিপয় ব্যবসায়ী জড়িয়ে পড়েছেন। তিনি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর