শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিশা পাগলার আড়াই কোটি টাকা রাখা হয়েছে জয়েন্ট অ্যাকাউন্টে

কুমিল্লা প্রতিনিধি

তিতাস উপজেলায় আমির হোসেন ওরফে বিশা পাগলার ঘর থেকে পাওয়া ২ কোটি ৪৫ লাখ টাকা তাঁর চার ভাইবোন ও এক পালিত সন্তানের নামে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস।

স্থানীয় সূত্র জানান, বিশা পাগলা একটি মাজারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অসংখ্য ভক্ত। এসব টাকা ও স্বর্ণালঙ্কার তাঁকে ভক্তরাই দিয়ে থাকতে পারেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস জানান, পাওয়া টাকা তাঁর চার ভাইবোন ও এক পালিত সন্তানের নামে জয়েন্ট অ্যাকাউন্টে রাখা হয়েছে। তাঁর ভক্তরা পরে সিদ্ধান্ত নেবেন টাকা কোন খাতে খরচ হবে।

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, টাকার প্রাথমিক উৎস দান বলে জানা গেছে। তবে এ নিয়ে আরও তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, আমির হোসেন ওরফে বিশা পাগলার স্ত্রী-সন্তান নেই। তিনি এক ভাগনিকে দত্তক নেন। শুক্রবার (৭ জুলাই) বিশা পাগলার মৃত্যু হয়। বুধবার উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর মাজার এলাকাসংলগ্ন তাঁর বাড়িতে আলমারি ভেঙে ওই টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর