শিরোনাম
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

মেগা প্রকল্পের নামে লুটপাট চলছে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

মেগা প্রকল্পের নামে লুটপাট চলছে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, মেগা প্রকল্পের নামে দেশে লুটপাট চলছে। প্রতি বছর দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এত দিন সরকার টাকা পাচারের কথা স্বীকার করেনি। এখন ট্যাক্সের বিনিময়ে অবৈধ পন্থায় অর্জিত পাচার হওয়া হাজার কোটি টাকা বৈধ করার পন্থা বের করেছে সরকার। এমন নজির পৃথিবীর কোথাও নেই। ট্যাক্স দিলেই যদি অপরাধ মাফ হয়ে যায় তাহলে ভবিষ্যতে খুন ও ডাকাতিও ট্যাক্সের মাধ্যমে বৈধতা পেতে পারে। গতকাল বিকালে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জি এম কাদের আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, দুটি দলই দুর্নীতি করেছে। আওয়ামী লীগ প্রথম দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এরপর বিএনপি চারবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি অপবাদ দিয়ে বলে পল্লীবন্ধু এরশাদ নাকি দুর্নীতি করেছেন। পল্লীবন্ধু ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার বাজেটে ব্যাপক উন্নয়ন করেছেন। কেউ তার দুর্নীতির প্রমাণ করতে পারেনি। তিনি বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের অনেক মিল আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর