শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুই মাস পর করোনায় রামেক হাসপাতালে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। বুধবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে (৩০ নম্বর ওয়ার্ড) তিনি মারা যান। গতকাল হাসপাতাল থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত ব্যক্তির নাম আবদুল মান্নান (৮৪)। তিনি রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার বাসিন্দা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, আবদুল মান্নান করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বার্ধক্যজনিত আরও কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। করোনায় হাসপাতালে দুই মাস পর একজনের মৃত্যু হলো।

এর আগে রাজশাহীতে মে মাসের প্রথম দিকে করোনা ও করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনযুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা আছে। সেখানে করোনা সন্দেহভাজন দুজন ও করোনা আক্রান্ত একজন ভর্তি। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ৫৭।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর