শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

সিটি গ্রুপের বিরুদ্ধে মামলায় বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সঠিক মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন না করে ‘ফর্টিফায়েড’ ভোজ্য তেল বাজারজাত করার অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) দায়ের করা মামলায় সিটি গ্রুপ কর্তৃপক্ষের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।  চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম গতকাল এ আদেশ দেন। এ সময় সিটি গ্রুপের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্রে জানা যায়, ‘তীর’ ও ‘ন্যাচারাল’ ব্র্যান্ডের ফর্টিফায়েড ভোজ্য তেলে নির্ধারিত মাত্রার তুলনায় কম পরিমাণে ভিটামিন-এ পাওয়ার অভিযোগে বিএসটিআই ২০১৯ সালের ২০ অক্টোবর মামলাটি দায়ের করে। মামলাটি করেন বিএসটিআইয়ের তৎকালীন পরিদর্শক রাজীব দাশগুপ্ত। চট্টগ্রামের উত্তর পতেঙ্গার ভিওটিটি অয়েল রিফাইনারি লিমিটেডের কারখানা থেকে ফর্টিফায়েড সয়াবিন তেল ও ফর্টিফায়েড পাম অয়েলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে তা পরীক্ষা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর