শিরোনাম
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

বরিশালের আট নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের আট নদ-নদীর পানি ১০ স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিামিটার ওপর দিয়ে, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি ২০ সেন্টিমিটার ওপর দিয়ে, ভোলার দৌলতখান পয়েন্টে মেঘনা ও সুরমা নদীর পানি ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে, ঝালকাঠির বিষখালী নদীর পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে, পটুয়াখালীর মির্জাগঞ্জ পয়েন্টে বলেশ্বর নদ ও পায়রা নদীর পানি ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে, বিষখালী নদীর পানি ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে, পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর পানি ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং উমেদপুর পয়েন্টে কচা নদীর পানি ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর