শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উচ্ছ্বাসের ঢেউ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

চেনা ক্যাম্পাসে দীর্ঘদিন পর ফিরেছিলেন প্রাক্তন ছাত্রীরা (১৯৭০ থেকে ২০২১ শিক্ষাবর্ষ)। প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় পুনর্মিলনী অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। নাচে-গানে আনন্দ উৎসবে মেতে ওঠে সবাই। খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (সাবেক সরকারি মন্নুজান স্কুল) গৌরবের ৫৫ বছর পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল। বর্ণিল এ আয়োজনের অন্যতম স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বয়রার স্কুল ক্যাম্পাসের উচ্ছ্বাসের ঢেউ যেন ছড়িয়ে পড়ে চারপাশজুড়ে। দিনভর স্মৃতিচারণ আর উৎসব আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনেকেই স্কুলে গিয়েছিলেন স্বামী কিংবা ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে। সেদিনের কিশোরীদের মধ্যে অনেকেই গিয়েছিলেন অভিভাবক হয়ে। সপরিবারে প্রাণের উচ্ছ্বাসে আড্ডা দিয়েছেন প্রাক্তনরা। ক্যাম্পাসজুড়ে সাবেক শিক্ষার্থীদের দল বেঁধে ছবি তুলতে দেখা যায়। সকাল ৮টায় আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পুনর্মিলনী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেলোয়ারা বেগম, সিটি করপোরেশনের কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস প্রমুখ। পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব সোহানা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক আফরোজা জেসমিন বিথি। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও কনসার্ট। ২০০৪ সালের এসএসসির শিক্ষার্থী অনামিকা আফরোজ তনু বলেন, এই মিলন মেলায় এসে খুব ভালো লাগছে। অনেক পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। বিদ্যালয় হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। জানি না আর কবে আসতে পারব। সবার সঙ্গে আবার কবে দেখা হবে। এভাবেই পুনর্মিলনীস্থল আবার কবে ভরে উঠবে উচ্ছ্বাস ও আবেগে। তিনি জানান, গৌরবের ৫৫ বছর পুনর্মিলনী উৎসবে ১৯৭০ থেকে ২০২১ শিক্ষাবর্ষের প্রায় ১১০০ প্রাক্তন শিক্ষার্থী এ উৎসবে যোগদান করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর