শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছেন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছেন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও বিএনপির রুহুল কবির রিজভীকে শিক্ষিত মানুষ বলে জানতাম। অথচ তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, আমাদের বৈদেশিক ঋণের বিপরীতে সুদের ব্যয় হচ্ছে জিডিপির মাত্র ২ শতাংশ। সরকারি ঋণ হচ্ছে জিডিপির ৩৬ শতাংশ। জিডিপির ৫৫ শতাংশ পর্যন্ত সরকারি ঋণ নেওয়া যায়। সেই জায়গায় আমাদের ঋণ আছে মাত্র ৩৬ শতাংশ। এই অর্থনৈতিক ইনডেক্সগুলো যেসব রাজনীতিবিদ পড়েন না, তাদের কি বলব। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারে’ জি এম কাদেরের বক্তব্য ও ‘বাংলাদেশের রিজার্ভ এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে গেছে’ বলে রুহুল কবির রিজভীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আর শ্রীলঙ্কা এক নয়। বাংলাদেশ আজ পর্যন্ত বৈদেশিক ঋণের একটি কিস্তি পরিশোধ করার  ক্ষেত্রেও কখনো দেরি করেনি, সময়মতো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরের দিকে। জি এম কাদের সাহেবকে শিক্ষিত মানুষ বলে জানতাম। তিনি কেন উ™£ন্ত এবং বিএনপির রিজভীর মতো কথা বললেন, কিংবা অশিক্ষিত মানুষের মতো কথা বললেন সেটি আমার বোধগম্য নয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর