শনিবার, ১৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিদ্যুৎ সমস্যার সমাধান না করলে খেসারত দিতে হবে

মাওলানা আশরাফুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, বিদ্যুতের লোডশেডিংয়ে জনভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। অন্যান্য ক্ষেত্রের মতো এ খাতেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সংকট তৈরি হয়েছে। এসব অপরাধীকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ সমস্যার সমাধান না করতে পারলে সরকারকে চরম খেসারত দিতে হবে। গতকাল রাজধানীর ফকিরাপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। মাওলানা আশরাফুল হক বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সাশ্রয়ী ব্যবহারের কথা বলা হচ্ছে। এজন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে প্রথমে সাশ্রয়ী ব্যবহার শুরু করতে হবে। এসির ব্যবহার বন্ধ করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সর্বত্র এসির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কৃষি-শিল্পের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে বিদ্যুৎ বণ্টন নিশ্চিত করতে হবে।

বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সিস্টেমলস কমাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ, চুক্তি অনুযায়ী বিদ্যুৎ দিতে না পারলে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পগুলো বন্ধ করে বিশাল অঙ্কের অর্থ সাশ্রয় করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর