বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ০০:০০ টা

নতুন করোনা শনাক্ত ১১০৪, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে মৃত্যু কমলে বেড়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৪ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ছিল ১২.২০ শতাংশ। আগের দিন শনাক্ত হয়েছিল ৮৭৯ জন। শনাক্তের হার ছিল ৯.৬৬ শতাংশ। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ২.৫৪ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৪২ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ২৫০ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ছিলেন নারী। তিনি চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে ২৬ মার্চ তা ১০০’র নিচে নামে। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায়  ৪ জনে।

২২ মের পর শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। ১১ সপ্তাহ পর গত ১২ জুন দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। ২৭ জুন তা ছাড়ায় ২ হাজারের ঘর। গত কিছুদিন ধরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজারের আশপাশে রয়েছে।

সর্বশেষ খবর