শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

চাপড়া বিলে নৌকাবাইচ

টাঙ্গাইল প্রতিনিধি

চাপড়া বিলে নৌকাবাইচ

বাসাইলের চাপড়া বিলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ঢাকঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝিমাল্লার বৈঠার ছন্দে মেতে ওঠে গোটা এলাকা। বাইচ দেখতে গতকাল বিশাল বিস্তৃত চাপড়া বিলের বুকে নামে লাখো দর্শনার্থীর ঢল। বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল মালেক মিয়া স্মৃতি ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও এ বাইচের আয়োজন করে। এখানে বিভিন্ন জেলা ছাড়াও টাঙ্গাইলের ১২ উপজেলা থেকে জলপথে আর সড়কপথে দর্শকরা আসেন। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলের কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়ের দোয়া, সোনার তরী, হীরার তরী, হারানো মানিক, ফুলের তরী, আদর্শ তরী, ময়ূরপঙ্খী, পঙ্খীরাজ, জলপরীসহ বাহারি নানা নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেলনা, অলঙ্গাসহ বিভিন্ন ধরনের অর্ধশতাধিক নৌকা অংশগ্রহণ করে। ছোট, বড়, মাঝারি নৌকা পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতায় আংশ নেয়।

প্রতিযোগিতার চূড়ান্ড রাউন্ডে টাঙ্গাইলের ভূঞাপুরের নিকড়াইলের ‘নিউ হীরার তরী’ নৌকাটি চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হয় নাগরপুর উপজেলার ‘হারানো মানিক’ নৌকা। অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস, বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহম্মদ কায়সার, প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি আলহাজ খালিদ হোসেন খান পাপ্পু। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি আবদুস সালাম খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল,  বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা রহিম আহমেদ, বেঙ্গল গ্রুপের জেনারেল ম্যানেজার মির্জা নাজমুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের প্রভোস্ট ড. কে এম সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বাসাইল প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর