শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা
র‌্যাবের অভিযান

চট্টগ্রামে ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ট্রেনের টিকিট বেশি দামে কালোবাজারে বিক্রির সময় মো. হাসান আলী (৩২) নামে এক যুবককে ১৯টি টিকিটসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। হাসান আলী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার টাঙ্গাটিপাড়ার মৃত আলাল উদ্দিনের ছেলে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। বৃহস্পতিবার দিবাগত রাতে হাসানকে আটক করা হয়। অভিযোগ আছে, দীর্ঘদিন ধরেই জিআরপি পুলিশ, আরএনবি ও কাউন্টারের চিহ্নিত কয়েকজন বুকিং সহকারীর মাধ্যমে টিকিট কালোবাজারে বিক্রি করে আসছে। এতে রেলের এক প্রভাবশালী ঠিকাদারের ভাইও জড়িত। এর আগেও র‌্যাবের একটি টিম আরএনবির দুজন সদস্যকে টিকিটসহ আটক করে। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চট্টগ্রাম স্টেশনে সাধারণ শ্রেণির বিশ্রামাগারের সামনে টিকিট কালোবাজারে উচ্চমূল্যে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে যাত্রীর কাছে উচ্চমূল্যে টিকিট বিক্রির সময় হাসান আলীকে আটক করা হয়। তার কাছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকিট এবং টিকিট বিক্রির মোট ৪ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। হাসানকে রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর