শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব

জাতীয় প্রেস ক্লাবে গতকাল ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সভাপতি ফরিদা ইয়াসমিন -বাংলাদেশ প্রতিদিন

রকমারি দেশি ফলের সম্ভার ও সংগীতায়োজনের মধ্য দিয়ে গতকাল ছুটির দিনের সকালে জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত হলো। এ উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সমবেত হন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ। অনুষ্ঠানে প্রায় ২০ ধরনের দেশি ফলের সমারোহ ছিল।

ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বলেন, ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যেতে পারে। আমাদের বিদেশ থেকে আমদানি না করলেও হয়। তিনি বলেন, দেশি ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো আমাদের ফল উৎসবের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক রেজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহানাজ বেগম পলি, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ। এ ছাড়াও ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, ক্লাবের সাবেক সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর