শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৫ জুলাই বিশেষ কোটায় সুযোগ পাবেন ৬২১ জন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক বা স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৫, ২৬ ও ২৭ জুলাই। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৫৯ বিভাগ ও দুই ইনস্টিটিউটে বিশেষ কোটা বাদে ভর্তির সুযোগ পাবেন ৪ হাজার ২০ জন। এর বাইরে বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাবেন ৬২১ জন। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, ‘এ’ ইউনিটে (মানবিক) এক ইনস্টিটিউটসহ চার অনুষদের ২৮ বিভাগ ও এক ইনস্টিটিউটে মোট আসন ১ হাজার ৯০২টি। ‘বি’ ইউনিটে (বাণিজ্য) এক ইনস্টিটিউটসহ এক অনুষদের সাত বিভাগ ও এক ইনস্টিটিউটে মোট আসন ৫৬০টি এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) সাত অনুষদের ২৬ বিভাগে মোট আসন ১ হাজার ৫৫৮টি। সর্বমোট ৫৯ বিভাগ ও দুই ইনস্টিটিউটে আসন (বিশেষ কোটা বাদে) ৪ হাজার ২০টি। বিশেষ কোটার ৬২১ আসন সংখ্যার মধ্যে পোষ্য কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬, মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা বা নাতি-নাতনি কোটা (বিভাগের আসন সংখ্যার ৫%) ২১৬, শারীরিক প্রতিবন্ধী কোটা (নির্ধারিত) ১২২, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা (নির্ধারিত) ৬১ ও বিকেএসপি কোটা (নির্ধারিত) ৬টি।

২০২১-২২ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (মানবিক) চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ৩৮ হাজার ৬২১ ও ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ৭২ হাজার ৪১০। তিন ইউনিটে সর্বমোট আবেদনকারী ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন।

এ বছর শুধু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষার পূর্ণমান ১০০, সময় ১ ঘণ্টা এবং পাস নম্বর ৪০।

সর্বশেষ খবর