শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

দুই ছিনতাইকারী ধরে পুলিশে দিলেন এক ছাত্রী, ফোন পাননি এখনো

নিজস্ব প্রতিবেদক

নিজের মোবাইল ফোন খুইয়ে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন এক বিশ্ববিদ্যালয়ছাত্রী। তবে ওই ছাত্রীর খোয়া যাওয়া ফোনটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাহসিকতার জন্য বেশ প্রশংসিত হয়েছেন ওই ছাত্রী। গতকাল তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, থানায় দুই ছিনতাইকারীকে ধরিয়ে দিলেও ওই ছাত্রী মামলা করতে রাজি হননি। পরে পুলিশ মামলা করেছে। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী একটি গবেষণার কাজে মিরপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন। কাজ শেষ করে এক বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার বিকালে বাসে মিরপুর থেকে পুরান ঢাকায় নিজের ক্যাম্পাসে যাচ্ছিলেন। ফোনে কথা বলার সময় হঠাৎ কারওয়ান বাজারে বাসের জানালার বাইরে থেকে এক ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে গিয়ে তিনি ধরে ফেলেন আরেক ছিনতাইয়ের সঙ্গে যুক্ত এক যুবককে। পরে ধরা পড়া ছিনতাইকারীর সহযোগীকেও ধরে ফেলেন ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ফোন হারিয়ে মেয়েটি খুব কাঁদছিলেন। কাঁদতে কাঁদতে কারওয়ান বাজারের আড়তের শ্রমিকদের কাছে কালো গেঞ্জি পরা ছিনতাইকারীর হদিস জানতে চান। অনেককে জিজ্ঞেস করেন ছিনতাইকারীর বিষয়ে। একপর্যায়ে সেখানে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলের ওপর বসে মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকেন। এ সময়ই প্রধান সড়কের (কাজী নজরুল ইসলাম এভিনিউ) দিক থেকে লোকজন হইহই করে আরেক ছিনতাইকারীকে ধাওয়া করছিলেন। ওই ছিনতাইকারী গলিতে ঢুকে পড়ে। হইচই শুনে ওই তরুণী পালাতে থাকা ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলেন। তখন আশপাশে থাকা লোকজন ছিনতাইকারীকে একচোট মারধর করে। মারধরের চোটে মাটিতে শুয়ে পড়া ছিনতাইকারীর বুকের ওপর বসে ফোন ফেরত চান ওই ছাত্রী। চড়থাপ্পড় দিতে দিতে তরুণী বলতে থাকেন, তার ফোন ছিনতাইকারীও একই চক্রের সদস্য। একপর্যায়ে ধরা পড়া ছিনতাইকারী স্বীকার করেন তারা সবাই একই চক্রের লোক। তার পকেট তল্লাশি করে একটি ফিচার ফোন পান উপস্থিত লোকজন। সেই ফোন দিয়ে নিজের দলের সদস্যদের ডেকে আনতে চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে ওই যুবক ফোন করতে সম্মত হন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছাত্রীর মারধরের পর ওই ছিনতাইকারী শুয়ে শুয়েই নিজের মোবাইল ফোনে শান্ত স্বরে কথা বলছেন। ফোন পেয়ে কারওয়ান বাজারে এরশাদ বিল্ডিং বলে পরিচিত ভবনটির সামনে এলে তার সহযোগীকেও ধরা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর