শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

খুলনায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল সার্কিট হাউস মাঠে এ মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বন সংরক্ষক মিহির কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. হাফিজুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন ও নার্সারি মালিক সমিতির সভাপতি এস এম বদরুল আলম রয়েল।

 খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বৃক্ষমেলায় স্টল রয়েছে ৬০টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর