শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা
ইউরোপে নেওয়ার নামে প্রতারণা

চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা সাফায়েত হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে র‌্যাব-৩ এর একটি দল তাকে গ্রেফতার করে। র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, সবুজবাগ এলাকায় একটি প্রতারক চক্র মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৩।

এরই ধারাবাহিকতায় শাফায়াত হোসেনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৩টি পাসপোর্ট, ২টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা। তার জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স না থাকলেও দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানির নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুকদের কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর