রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

প্রতিষ্ঠাবার্ষিকীর আগে হচ্ছে না পূর্ণাঙ্গ কমিটি

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চলতি মাসেই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি নিয়েছেন কেন্দ্রীয় ও জেলার নেতারা। তাই এ অনুষ্ঠানের আগেই হচ্ছে না চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি। এর আগে ২০ জনের আংশিক কমিটি গত ৯ মার্চ ঘোষণা দেওয়ার ৭ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। কিন্তু প্রায় চার মাস অতিবাহিত হতে চললেও পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো ধরনের তোড়জোড় নেই। এখন পর্যন্ত ঘোষিত আংশিক কমিটি ২০ জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে নানাবিধ কিছু কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না হলেও গঠনতান্ত্রিকভাবে সহসাই পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম চৌধুরী নাফা বলেন, স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল নেতারা দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিকসহ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে চট্টগ্রামে নতুন আংশিক কমিটি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ নানা বিষয়ে ৩ জুন কেন্দ্রীয় নেতারা বসেছিলেন। কিছুদিন আগেই সংগঠনের সভাপতি প্রিয় নেতা নির্মল রঞ্জন গুহের মৃত্যু হয়। এতে আমরা শোকাহত। তবে সাংগঠনিক কর্মসূচিগুলোর মধ্য দিয়ে কাজ চলছে এবং ২৭ জুলাই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাবনা নেই বলে জানান তিনি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার পর কমিটির সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। দায়িত্ব নিয়েই সাংগঠনিক কর্মসূচিসহ সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। এতে কমিটির সব নেতাই মাঠে রয়েছেন। সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ নানা বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা যেভাবে দেবেন, সেভাবেই কাজ করা হবে। তবে সংগঠনের কেন্দ্রীয় নেতার মৃত্যুতে চট্টগ্রামেও প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেছেন বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর