রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবি সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ’ আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। আয়োজক সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের মহাসচিব আবু নাসির খান, কেন্দ্রীয় নেতা বেলাল হোসেন, জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি বিভিন্ন দফতরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী বিভিন্ন পদের পদবি ও বেতন স্কেল এক ও অভিন্ন হওয়া সত্ত্বেও ১৯৯৫ সালে সরকার প্রজ্ঞাপন জারী করে শুধুমাত্র সচিবালয়ের বর্ণিত পদগুলো আপগ্রেড করে প্রশাসনিক কর্মকর্তা পদবি পরিবর্তনসহ ১০ গ্রেডে উন্নীত করে। ফলে সরকারি দফতরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। মহাসচিব আবু নাসির খান বলেন, এরই ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, গণভবন, বঙ্গভবনে বর্ণিত পদগুলোও আপগ্রেড করা হয়েছে। কিন্তু অন্যান্য দফতরের বর্ণিত পদগুলো অদ্যাবধি পূর্বের ন্যায় রয়ে গেছে। অনতিবিলম্বে এই পদবি   বৈষম্যের অবসান চান সারা দেশের সরকারি কর্মচারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর