রবিবার, ২৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

মৎস্য সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক

মৎস্য সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলে র‌্যালি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর হাতিরঝিলে নৌ র‌্যালির আয়োজন করে নৌ পুলিশ -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নৌ-পুলিশের সহায়তায় নৌ-র‌্যালির মাধ্যমে দিবসটি পালন করা হয়। গতকাল বিকাল সাড়ে ৪টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ঘাটে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, এখন আমাদের লক্ষ্য নিরাপদ মাছ উৎপাদন। শুধু মাছের উৎপাদন বাড়ালেই হবে না, নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছে। ভোক্তার কাছে আমরা নিরাপদ মাছ পৌঁছে দিতে চাই। আমাদের নিজস্ব যেসব মাছ তার একটা বিশাল অংশ হারিয়ে গিয়েছিল। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে ৩৬ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ আবার ফিরিয়ে আনা হয়েছে। মাছ যাতে হারিয়ে না যায় সেজন্য ময়মনসিংহে লাইভ জিন ব্যাংক করা হয়েছে। যেখানে শতাধিক প্রকারের মাছ থাকবে। কোথাও কোনো মাছ হারিয়ে যাওয়ার মতো অবস্থা হলে তার রেণু ও পোনা ছড়িয়ে দেওয়া যাবে। বিগত ১৬ বছরের ব্যবধানে মাছের উৎপাদন দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেশের মোট জিডিপির ৩ দশমিক ৫৭ শতাংশ এবং কৃষিজ জিডিপির ২৬ দশমিক ৫০ শতাংশ মৎস্য খাতের অবদান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর