সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরের মাছ রপ্তানি হচ্ছে কাতারে

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরের মাছ রপ্তানি হচ্ছে কাতারে

পুকুরে উন্নত প্রযুক্তিতে মাছ চাষ করে দিনাজপুর থেকে এবার ভিয়েতনামি জাতের তেলাপিয়া মাছ রপ্তানি শুরু হয়েছে। স্থানীয় চাহিদা পূরণ করে বোচাগঞ্জ উপজেলার তেলাপিয়া মাছ এখন কাতারে রপ্তানি করা হচ্ছে। ঢাকার এক রপ্তানিকারকের সঙ্গে যৌথভাবে এই মাছ রপ্তানি করছেন মৎস্যচাষি মো. গোলাম মোস্তাফা লিটন। নিজের তিনটি এবং লিজে নেওয়াসহ ১৩টি পুকুরে এই মাছ চাষ করছেন তিনি। কাতারে রপ্তানির প্রথম চালান ১২০ মণ মাছ পাঠানো হয়েছে ১৬ জুলাই এবং পরের চালানটি যাবে আগামী ২৮-২৯ জুলাই। জানালেন মৎস্যচাষি গোলাম মোস্তাফা লিটন। তিনি জানান, বোচাগঞ্জের রনগাঁও ইউপির হাটরামপুর মৌজার ১০ বিঘা আয়তনের ব্যক্তি মালিকানার পুকুরটি চার বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করি। গত কয়েক বছর ধরে এ পুকুর থেকে বছরে ১২০ থেকে ১৩০ মণ মাছ উৎপাদন হয়েছে। এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪০০ মণ মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমিই প্রথম বোচাগঞ্জ থেকে মাছ দেশের বাইরে রপ্তানি করেছি। যা আগে কখনো কল্পনাও করিনি। তিনি আরও জানান, আমার ১৩টি পুকুরে বিনিয়োগ প্রায় ১৫ লাখ টাকা। এর সঙ্গে কর্মসংস্থান হয়েছে জেলেসহ ৩০ জন শ্রমিকের। উন্নত প্রযুক্তি ব্যবহারে ছোট পুকুরেই চার গুণ মাছ উৎপাদন সম্ভব। মাছের প্রথম চালান রপ্তানি করেই ৫ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে। মাছ চাষে অবশ্যই লাভবান হওয়া যায়। রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারেও আমার মাছ বিক্রি হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন জানান, বোচাগঞ্জের মৎস্যচাষিরা উন্নত প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, এরেটরের ব্যবহার ও নিয়মিত পানি পরিবর্তনের পরামর্শকে কাজে লাগিয়ে মৎস্য চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। অতীতে এক শতক জমিতে ৩০০ তেলাপিয়া মাছ চাষ করা হতো; এখন উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে একই জমিতে ৫০০ থেকে ৮০০ তেলাপিয়া মাছ চাষ করা হচ্ছে। যার ফলে উৎপাদন তিন থেকে চার গুণ বৃদ্ধি পেয়েছে। পীরগঞ্জ, ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের চাহিদার পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণ করে বোচাগঞ্জের মাছ এখন কাতারে রপ্তানি করা হচ্ছে এটি সুখবর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর