সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

দলীয় নেতাকে কোপানোর আহ্বানকারীর এমপি পদে থাকার অধিকার নেই

বরিশালে আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খানকে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে গত শনিবার এক সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। ওই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ বলেন, একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। একজন সংসদ সদস্য যখন আরেকজন জনপ্রতিনিধিকে রামদা দিয়ে কোপানোর কথা বলেন, তখন ওই মুহূর্তে তার সংসদ সদস্য পদে থাকার অধিকার নেই। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতার আগে অনেক হিন্দু ছিল। একটা সময়ে পাকিস্তান হওয়ায় সনাতন ধর্মাবলম্বী যত উচ্চ ধরনের লোক ছিল তারা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে চলে গেছে। কিছু নিকৃষ্ট এখানে থেকে গেছে। দেখেন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাইয়া জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হইছে। ওনাকে ভারতের সবাই চেনেন এবং সম্মান করেন। উনি একজন নেতা। জ্যোতি বসুর মতো লোকেরা বাংলাদেশ থেকে চইল্যা গ্যাছে আর পংকজ নাথের মতো ‘নিকৃষ্ট কিটগুলা’ বাংলাদেশে থেকে গেছে। এরা আজ শান্তির জনপদ মেহেন্দীগঞ্জকে বারবার রক্তাক্ত করতেছে। তার রক্তের নেশা হইয়া গ্যাছে। সে (পংকজ) হত্যা করতেছে। আহত করতেছে। আবার হুমকি দিতেছে কামাল খানের মতো একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে রামদা দিয়ে কোপাবে। আসলে ভাই, এই নিকৃষ্ট পংকজ নাথের হাত থেকে বাঁচতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’ শাহাব আহমেদের এ বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর