সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

দরপতনে সূচক নামল ৬ হাজার পয়েন্টে

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার পর শেয়ারবাজারে লেনদেন হওয়া আট কার্যদিবসই পতন হয়েছে। গতকাল সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বছরের বেশি সময় আগের অবস্থান ৬ হাজার পয়েন্টে নেমেছে সূচক।  সূচকের সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ৩১৮টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৪ পয়েন্ট কমে ৬ হাজার ৫২ পয়েন্টে নেমে গেছে। মূল্যসূচক কমার পাশাপাশি বাজারটিতে  লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০  কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকা।  সে হিসাবে লেনদেন কমেছে ২০৫ কোটি ৯৬ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার।  কোম্পানিটির ২৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ২০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ১০৮ টাকা ৩০ পয়সা। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ১৯ কোটি ৮২ লাখ টাকার  লেনদেন হয়েছে। ১৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সেসরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৭ টাকা।

 লেনদেনে অংশ নেওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। দাম কমেছে ২০৭টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর