সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

এবার চট্টগ্রাম বন্দর থেকে মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার চট্টগ্রাম বন্দরের ভিতর থেকে এক কনটেইনার মদ জব্দ করেছে কাস্টমস হাউস। গতকাল দুপুরে কাস্টমসের এআইআর শাখা এ চালানটি জব্দ করে। কনটেইনারে কী পরিমাণ মদ রয়েছে তা নিরূপণ করা যায়নি। এআইআর শাখার ডেপুটি কমিশনার সাইফুল হক বলেন, ‘গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ নম্বর ইয়ার্ডের ১৩ নম্বর শেড থেকে এক কনটেইনার মদ জব্দ করা হয়। বৃষ্টির কারণে কনটেইনারে কী পরিমাণ, কোন কোন ব্র্যান্ডের মদ রয়েছে তা নিরূপণ করা যায়নি। ইনভেন্ট্রে শেষে তা জানানো হবে।’ জানা যায়, চীন থেকে সুতা আমদানির ঘোষণা দিয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডের ডঙ জিন ইন্ডাস্ট্রিয়াল (বিডি) লিমিটেডের নামে কনটেইনারটি আনা হয়। গত ১৬ জুলাই কনটেইনার বোঝাই জাহাজ বন্দরে আসে। কনটেইনারটি খালাসের দায়িত্বে ছিল নগরীর ডবলমুরিংয়ের জাফর আহমদ নামে একজনের মালিকানাধীন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। এর আগে গত শনিবার বন্দর থেকে খালাস হওয়া দুই কনটেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়েছে। এ দুটি কনটেইনার খালাসের দায়িত্ব ছিল একই সিঅ্যা-এফ প্রতিষ্ঠানের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর