বুধবার, ২৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিয়ন্ত্রণে ১৬০ কোটি টাকা চার্জ নিচ্ছে এনজিও

শিশুপ্রতি ১৬ হাজার টাকা নেওয়ার বিষয়ে প্রতিবেদন চেয়েছে কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিয়ন্ত্রণে ১ লাখ শিশুকে ছয় মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও চার মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে ১১২টি এনজিও। দেশের ১০ অঞ্চলের ১৪ সিটি করপোরেশন/পৌরসভা ও উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে। এজন্য এনজিওগুলোকে প্রতি মাসে শিশুপ্রতি ১৬ হাজার টাকা সার্ভিস চার্জ বাবদ ১০ মাসে ১৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে কমিটির পরবর্তী বৈঠকে প্রতিটি এনজিওর শিশুপ্রতি ১৬ হাজার টাকা গ্রহণের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পে নিয়োজিত এনজিওগুলোর কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে দুই মাসের মধ্যে মূল কমিটিতে রিপোর্ট প্রদানের জন্য এর আগে গঠিত একটি সংসদীয় উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৯তম বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মুজিবুল হক। কমিটির সদস্য শাজাহান খান, মো. নজরুল ইসলাম চৌধুরী, শামসুন নাহার ও মো. আনোয়ার হোসেন (হেলাল) বৈঠকে অংশ নেন। বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে জানা যায়, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিয়ন্ত্রণে ১১২টি এনজিওর মাধ্যমে ১ লাখ শিশুকে ছয় মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও চার মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। এজন্য প্রত্যেক শিশু শ্রমিককে বিকাশের মাধ্যমে প্রতি মাসে ১ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সেরা ১০ হাজার প্রশিক্ষিত শিশু শ্রমিককে আত্মকর্মসংস্থানের জন্য ১০ হাজার টাকা সিডমানি দেওয়া হবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ পেশা নিয়োজিত ১ লাখ শিশুর একটি ডাটাবেজ ও ট্র্যাকিং সিস্টেম স্থাপন করা হবে। এজন্য এনজিওগুলোকে সার্ভিস চার্জ বাবদ শিশুপ্রতি ১৬ হাজার টাকা হিসেবে ১০ মাসে ১৬০ কেটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বৃত্তি বাবদ ১০০ কোটি ও সিডমানি বাবদ ১০ কোটি বরাদ্দ হয়েছে। ১০ অঞ্চলের ১৪ সিটি করপোরেশন/পৌরসভা/উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের মধ্যে প্রথম কিস্তি হিসেবে এনজিওগুলোর জন্য ১২.৭৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও শিক্ষা নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত না হওয়ার বিষয়ে এবং এনজিওগুলো প্রত্যেক শিশুর বিপরীতে ১৬ হাজার টাকা গ্রহণের বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

এ ছাড়া বৈঠকে চট্টগ্রামস্থ বি এম কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ডের সমন্বিত প্রতিবেদন ও এর আগে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে গঠিত কমিটিগুলোর প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, শ্রম অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর