শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

চাঁদাবাজির খবরে চাপের মুখে ডাইনিং কর্মচারীরা

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি সজীব হোসাইন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে হলটির ডাইনিংয়ে চাঁদাবাজির খবর প্রকাশিত হওয়ার পর থেকে নানমুখী চাপে ও আতঙ্কে রয়েছেন হলের ডাইনিংয়ের কর্মীরা। হলের কর্মচারীরা জানান, চাঁদাবাজির খবর প্রকাশের পর হলের ডাইনিং সংশ্লিষ্ট অভিযুক্তদের রুমে নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাংবাদিকদের কাছে তাদের চাঁদাবাজির তথ্য কে ফাঁস করল সেটি বের করার জন্য সবাইকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডাইনিং সংশ্লিষ্টদের সঙ্গে সারাদিন কোনো কথাই হয়নি।

প্রভোস্ট শেখ মো. মাসুম বলেন, ডাইনিংয়ের স্টাফরা বিষয়টি আমাদের জানিয়েছে।

আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা অবগত করেছি। তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টাফ। সেহেতু কর্তৃপক্ষ অবশ্যই তাদের নিরাপত্তা দেবে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হারুনুর রশিদ সুমন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সমস্যা সমাধানে প্রশাসন সবসময় প্রস্তুত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর