রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

টগি ফান ওয়ার্ল্ড উপভোগ করল ৪০ সুবিধাবঞ্চিত শিশু

নিজস্ব প্রতিবেদক

টগি ফান ওয়ার্ল্ড উপভোগ করল ৪০ সুবিধাবঞ্চিত শিশু

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অষ্টম তলায় দেশসেরা থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’-এর বিভিন্ন রাইড বিনামূল্যে উপভোগ করল জাগো ফাউন্ডেশন স্কুলের রায়েরবাজার শাখার সুবিধাবঞ্চিত ৪০ শিশু শিক্ষার্থী। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন গতকাল যৌথভাবে এ আয়োজন করে। শিশুরা এই ফান ওয়ার্ল্ডের বিভিন্ন রাইডে আনন্দে মেতে ওঠে।

রাইড উপভোগ করে আশরাফুল ইসলাম শাকিল, আফিয়া আক্তার জিম, তাসনিম ইসলাম জানান, ‘এর আগে কখনো এত সুন্দর আর রোমাঞ্চকর রাইডে উঠিনি। আগে শুধু টিভিতেই এ ধরনের রাইড দেখেছি। আজ রাইডগুলো উপভোগ করে খুব আনন্দিত আমরা’। স্কুলের শিক্ষক জেনিফার রোকসানা বলেন, এই শিক্ষার্থীরা এমন আনন্দের রাইড এর আগে উপভোগ করেনি। তাদের আনন্দ দেখে আমিও খুশি হয়েছি। টগি ফান ওয়ার্ল্ডের কার্যক্রম নিয়ে গতকাল বিকালে বসুন্ধরা সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সচিব ও টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে। এই শিশুরা যদি সুস্থ জীবন পায়, ধীরে ধীরে তাদের পুরো পরিবার সুস্থ জীবনযাত্রা পাবে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা করে না, অসহায় মানুষের পাশেও দাঁড়ায়। করোনার সময় আমাদের সংগঠন শুভসংঘ প্রতিটি জেলায় ত্রাণ সরবরাহ করেছে। গৃহহীন মানুষকে বিনামূল্যে গৃহ দিয়েছে। অসহায় মানুষকে বিভিন্ন চিকিৎসা সহায়তাও দিয়ে থাকে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম বলেন, টগি ফান ওয়ার্ল্ডে ১৫০টি গেম ও রাইড আছে। এখান থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ আর্থিক সহায়তা হিসেবে বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনকে দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েও বসুন্ধরা গ্রুপ কাজ করছে। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে ১৩০ জন শিক্ষার্থী রয়েছে বলে জানান তিনি। জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষাদানে জাগো ফাউন্ডেশন কাজ করছে। ১৬ কোটি মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে এই শিশুদের শিক্ষার পথ প্রশস্ত হবে। বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক জামিল উদ্দিন বলেন, বিদ্যানন্দ মানে বিদ্যার সঙ্গে আনন্দ। সুবিধাবঞ্চিত শিশুরা এক টাকার বিনিময়ে বিদ্যা, খাদ্য পেয়ে থাকে বিদ্যানন্দের মাধ্যমে।

সর্বশেষ খবর