রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

রমেক হাসপাতালে বিদ্যুৎ বন্ধের ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ঘেরাও কর্মসূচি পর্যায়ে চতুর্থ শ্রেণির কর্মচারীরা গতকাল বিদ্যুৎ বন্ধ করে দেন। ঘটনার ছবি তোলায় আদর রহমান নামে এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন। আদর রহমান কালের কণ্ঠ রংপুর অফিসের সাংবাদিক। জানা গেছে, রমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ৩২ জন নার্স ইনচার্জের দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের স্থলে নতুন নার্সদের ইনচার্জ করে পদায়ন আদেশ জারি করা হয়। হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. শরিফুল হাসান স্বাক্ষরিত একটি চিঠিতে এ পরিবর্তনবিষয়ক সব কার্যক্রম স্থগিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে পরিকল্পিতভাবে চতুর্থ শ্রেণির কর্মচারীরা সেবা তত্ত্বাবধায়কের ও নার্সদের ডিউটি রুমের বিদ্যুৎ বন্ধ করে দেন। এ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় নার্সদের কাজ করার ছবি তোলেন আদর রহমান। চতুর্থ শ্রেণির কর্মচারী এক নেতার নেতৃত্বে আদর রহমানের ওপর হামলা করা হয় এবং ধারণ করা ছবি ডিলিট করে দেওয়া হয়। নার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, লাঞ্ছিতের ঘটনা ঘটেনি।

তাকে পরিচালকের অনুমতি নিয়ে ছবি তুলতে বলা হয়েছিল। 

এ ব্যাপারে রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোকাদ্দেম  হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুতের ফেস কেটে যাওয়ায় বিদ্যুৎ ছিল না। সাংবাদিকের সঙ্গে ঘটনাটি অনাকাক্সিক্ষত।

সর্বশেষ খবর