রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

কমেছে শনাক্ত বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা ছয়জন কমেছে। তবে বেড়েছে মৃত্যু ও নমুনা পরীক্ষায় শনাক্তের হার। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৪৯ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। মৃত্যু হয়েছে তিনজনের। আগের দিন শনাক্ত হয়েছিল ৩৫৫ জন। মৃত্যু হয়েছিল একজনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৫.৮৪ শতাংশ। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় ৮২৭টি নমুনা পরীক্ষা কম হওয়ায় শনাক্তের হার বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৪ হাজার ৮৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন।

গত ২৪ ঘণ্টায় দুজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রত্যেকের বয়স ছিল ৫০ বছরের বেশি। চট্টগ্রাম বিভাগে দুজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়। গত এক দিনে ঢাকা বিভাগে ২৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে নয়জন, বরিশাল বিভাগে সাতজন, রংপুর বিভাগে দুজন ও রাজশাহী বিভাগে একজনের দেহে সংক্রমণ ধরা পড়েছে।

সর্বশেষ খবর