শিরোনাম
রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল মোহাম্মদ রেজওয়ানউল হক রচিত ‘বৃহত্তর খুলনার ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। লাইব্রেরির সহসভাপতি রোজি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। প্রকাশনা অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান বৃহত্তর খুলনার ইতিহাস গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, গ্রন্থটি গবেষণাধর্মী এবং এটি খুলনা অঞ্চলের ইতিহাস বিষয়ে একটি মৌলিক ইতিহাস গ্রন্থ। এতে খুলনা অঞ্চলের অতীতের মানুষের জীবনযাত্রা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ তথা সার্বিক বিষয়ের প্রামাণ্য চিত্র ফুটে উঠেছে।  বইয়ের লেখক মোহাম্মদ রেজাওয়ানউল হক বলেন, বইটিতে বৃহত্তর খুলনার ভৌগোলিক, ঐতিহাসিক ও প্রশাসনিক বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক আনোয়ারুল কাদির। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর