রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় রিকশাচালক ও গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালক ও গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের (৪০) মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। গতকাল ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, আসাদ গেটে নাবিল পরিবহনের কাউন্টারের পাশে দ্রুতগামী একটি গাড়ি ওই রিকশাচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরই পুলিশ ক্রাইমসিনকে খবর দিয়েছে, তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করছে। এছাড়াও সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন মোহাম্মদপুর থানার এসআই আবদুর রশিদ সরদার। এছাড়া গতকাল দুপুরে কদমতলীর জুরাইনে খেলতে খেলতে গলায় ফাঁস লেগে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আরাফাত ইসলাম আরজু। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, বগুড়ার মোংলা উপজেলার সিয়াবনিয়া গ্রামের ওয়ার্কসপ ব্যবসায়ী আজিজুল হকের ছেলে আরাফাত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। প্রথমে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা দুইটায় মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে ভাড়া বাসার বারান্দায় গ্রিলে কাপড় শুকানোর রশির সঙ্গে খেলা করতে গিয়ে ঝুলতে চেয়েছিল শিশুটি, সেখানে হঠাৎ রশির সঙ্গে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। 

সর্বশেষ খবর