রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ

ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, বিগত দিনের সীমাহীন লুটপাট, দুর্নীতি, অর্থ পাচারের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের সম্মুখীন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত আশঙ্কাজনকভাবে কমছে। ফলে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ঋণপত্র খুলতে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণ শাখা আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা গাজী আতাউর রহমান, কেএম আতিকুর রহমান।  সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, লোডশেডিংকে জাদুঘরে পাঠানোর ঘোষণা দিয়েছিল সরকার। আর এখন বিদ্যুৎ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান সরকার প্রধানের। সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখন দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত।

সর্বশেষ খবর