মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খুলনায় আওয়ামী লীগ নেতা জামান হত্যায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক খান ইবনে জামান হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। হত্যাকান্ডের ১৪ বছর পর গতকাল খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- তৈয়েবুর রহমান ওরফে ইরান, অপূর্ব কুমার বিশ্বাস ও সোহাগ শেখ। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৩ অক্টোবর রাতে খালিশপুরে নিজ বাড়িতে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খান ইবনে জামানকে হত্যা করে দুর্বৃত্তরা। তার দুই পা দড়ি দিয়ে এবং হাত একটি লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় নিহতের ভাই শাহাব উদ্দিন খান বাদী হয়ে ১৪ অক্টোবর খালিশপুর থানায় মামলা করেন। ২০০৮ সালের ২১ অক্টোবর র‌্যাব সদস্যরা হত্যার সঙ্গে জড়িত অভিযোগে তৈয়েবুর রহমান, অপূর্ব কুমার ও সোহাগ শেখকে গ্রেফতার করে।

ওই দিনই তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

সর্বশেষ খবর