বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

করোনায় তিন মৃত্যু, শনাক্ত ৩৮৭

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৩৮৭ জনের দেহে। শনাক্তের হার ৭.৭২ শতাংশ। সবশেষ ৭ শতাংশের বেশি শনাক্তের হার ছিল গত ২৫ জুলাই। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত জুলাই মাসে মোট ৩১ হাজার ৪৭২ জন নতুন রোগী শনাক্ত হয়, যা আগের মাসে ছিল ২০ হাজার ২৭৮ জন। এ ছাড়া জুলাইয়ে মৃত্যু হয়েছে ১৪২ জনের, যা জুন মাসে ছিল ১৮ জন। মাসের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৭.৮৮ গুণ। গত ২২ মে থেকে দেশে ফের করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করে। এদিকে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু, শনাক্ত রোগীর সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে। আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয় ৩৪৯ জন, শনাক্তের হার ছিল ৫.৮৬ শতাংশ ও মৃত্যু হয়েছিল একজনের। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৯৩ জন।

 গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর