বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মেয়র-প্যানেল মেয়র মুখোমুখি

রংপুরে ১৬০০ অটোরিকশার লাইসেন্স দেওয়ার পর বাতিল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মেয়র-প্যানেল মেয়র মুখোমুখি

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবার হজ করতে গিয়েছিলেন। দায়িত্বে ছিলেন দুজন প্যানেল মেয়র। মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়রদ্বয় ১ হাজার ৬০০টি অটোরিকশার লাইসেন্স দিয়েছেন। মেয়র হজ থেকে ফিরে এসে গতকাল প্যানেল মেয়রের দেওয়া সব লাইসেন্স বাতিল করে দিয়েছেন। এ নিয়ে মেয়র ও প্যানেল মেয়র মুখোমুখি অবস্থানে রয়েছেন। মেয়র বলছেন, অবৈধভাবে লাইসেন্স দেওয়ায় সব লাইসেন্স বাতিল করা হয়েছে। অপরদিকে প্যানেল মেয়র বলছেন নিয়ম মেনেই সব করা হয়েছে। জানা গেছে, মেয়র হজে যাওয়ার সময় রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম এবং প্যানেল মেয়র-২ হিসেবে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটোকে তার অনুপস্থিতিতে করপোরেশনের রুটিন দায়িত্ব পালন করার নির্দেশ দিয়ে যান। অভিযোগ উঠেছে সিটি মেয়রের হজে যাওয়ার সুযোগে লাইসেন্সপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে গোপনে ১ হাজার ৬০০’র বেশি ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। সিটি মেয়র হজ করে দেশে ফেরার পর বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। প্যানেল মেয়রের দেওয়া সব লাইসেন্স বাতিল করে দেন বর্তমান মেয়র মোস্তফা। এ ছাড়া দুই প্যানেল মেয়রের দেওয়া অন্যান্য কার্যাদেশ বাতিল করা হয়েছে। জানা গেছে, রংপুর নগরীতে ৫ হাজার অটোরিকশা এবং দেড় হাজারের কিছু বেশি ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়া আছে। অথচ নগরীতে অবৈধভাবে অটোরিকশা আর ব্যাটারিচালিত রিকশা চলছে ৩০ হাজারের বেশি। অবৈধ এসব অটো নগরীর যানজটের অন্যতম কারণ। নগরীর জাহাজ কোম্পানি মোড় হতে টাউন হলের সামনে যেতে ৫ মিনিটের পথ। অনেক সময় এটুকু পথ যেতে আধা ঘণ্টা সময় লাগছে। এ অবস্থায় নতুন করে অটো লাইসেন্স দেওয়ায় সুধী মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, হজে যাওয়ার সময় দুই প্যানেল মেয়রকে রুটিন দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল। আর্থিক ক্ষমতা তাদের দেওয়া হয়নি। কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে অটোরিকশার লাইসেন্স দিয়েছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তার অবর্তমানে দুই প্যানেল মেয়র যত কার্যাদেশ ও নির্দেশ দিয়েছেন তা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে প্যানেল মেয়র কাউন্সিলর মাহমুদুর রহমান টিটো বলেন, আমরা নিয়ম মেনেই সব করেছি। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। দ্রুত আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সব বিষয় সাংবাদিকদের অবগত করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর